ডোমেইন নেইম কি? আপনার ব্যবসা/উদ্যোগের জন্য একটি ভালো ডোমেইন নেইম কেনো গুরত্বপূর্ণ?

আমরা চাই বা না চাই, সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের নতুন নতুন প্রযুক্তি ও ধারণাকে গ্রহন করতে হয়। নতুবা পিছিয়ে পড়তে হয় জীবনের সবক্ষেত্রে। আর ব্যবসা/উদ্যোগ তো অনেক স্পর্শকাতর নতুন ধরণের প্রযুক্তি গ্রহন করার ক্ষেত্রে।

আজ থেকে মাত্র ৫০ বছর আগে বাংলাদেশে ব্যবসা করতে গেলে ফোনের কি খুব বেশি প্রয়োজন ছিলো? কিন্তু আজ ৫০ বছর পরের কথা চিন্তা করুন তো। এখন ব্যবসাতো দূরের কথা ফোন ছাড়া আমাদের ব্যক্তিগত জীবনের একটা দিনের কথা চিন্তা করাও প্রায় অসম্ভব হয়ে দাড়িয়েছে।

ডোমেইন নেইম বা এ সংক্রান্ত বিষয়গুলো ব্যবসার ক্ষেত্রে অনেকটুকু ফোনের মতো বলে মনে হয় আমার কাছে। বর্তমানে কিছু কিছু প্রতিষ্ঠান এ বিষয়গুলোতে সচেতন হয়েছে কিন্তু অধিকাংশ ব্যবসা/উদ্যোগ এ বিষয়গুলো নিয়ে ভাবে না। শুধু তাই নয়, অনেককে দেখেছি এসব বিষয় নিয়ে আলোচনা করতেও বিরক্তি বোধ করে। যাই হোক, চলুন বেশি কথা না বলে আমরা জেনে নিই ডোমেইন নেইম কিভাবে আপনার ব্যবসার জন্য গুরত্বপূর্ণ।

ডোমেইন নেইম কি?

খুব সহজভাবে বলতে গেলে, ডোমেইন নেইম হচ্ছে আপনার ব্যবসার অনলাইন ঠিকানা। অনেকে আমার ডোমেইন নেইমের এ সংজ্ঞা দেখে বিরক্ত হতে পারেন, কারণ ডোমেইন নেইমের সঠিক সংজ্ঞা অনেক বড় ও বিশাল। কিন্তু আমি এখানে এত বড় কোনো সংজ্ঞা দিয়ে কাউকে ভড়কে দিতে চাচ্ছি না। আমি শুধুমাত্র সে বিষয়গুলোকেই এখানে আলোচনা করতে চাইছি যেগুলো একজন নিরেট ব্যবসায়ী হিসেবে আপনার ব্যবসায়ের উপকারের জন্য জানা প্রয়োজন, এর বাইরে কিছু নয়।

যাই হোক, আবারও বলছি, আপনার প্রতিষ্ঠানের অনলাইন বা ওয়েবসাইট ঠিকানাই হচ্ছে আপনার ব্যবসার ডোমেইন নেইম। যেমন ধরুন, আপনার প্রতিষ্ঠানের নাম S M Trading, সেক্ষেত্রে আপনি smtrading.com নামে একটি ডোমেইন নেইম কিনলেন, যেখানে গেলে আপনার গ্রাহকরা আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি পাবে।

ডোমেইন নেইম নিয়ে তো অনেক কথা হলো কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আপনার ব্যবসার জন্য একটি ভালো ডোমেইন নেইম কিভাবে কাজে আসতে পারে। আমি চেষ্টা করছি বিষয়গুলোকে পয়েন্ট আকারে আপনাদের সামনে তুলে ধরতে।

১। আপনার ডোমেইন আপনার সম্পদ

এ লেখাটি পড়ে অনেকেরই প্রথমে অস্বাভাবিক লাগতে পারে। কিন্তু কথাটা সত্য, ডিজিটালাইজেশনের এ সময়ে অবশ্যই আপনার ডোমেইন নেইম একটি গুরত্বপূর্ণ সম্পদ আপনার ব্যবসার জন্য। লক্ষ্য করুন আপনি আজ যে ডোমেইনটি কিনলেন সেটি আপনি চট করে বদলাতে পারবেন না। আপনার ভিজিটিং কার্ড, ব্রোশিওর, লিফলেটসহ সমস্ত ক্ষেত্রে এই ডোমেইনটি ব্যবহার করা হয়েছে, তাই চট করে ডোমেইন বদলে ফেলা বেশ ঝামেলার বিষয়। 

শুধু তাই নয়, আপনার নিয়মিত গ্রাহকরাও আপনার এ ডোমেইনে অভ্যস্ত হয়ে উঠেছে। তাই তাদের কাছে চট করে নতুন ডোমেইনকে পরিচিত করতে গেলেও বিভিন্ন রকম সমস্যা তৈরি করতে পারে। এছাড়া আপনার ওয়েবসাইটে যদি যথেষ্ঠ পরিমাণ ভিজিটর থাকে এবং বেশ ভালো রকম জনপ্রিয় হয় আপনার ওয়েবসাইটটি তাহলে আপনার ডোমেইনের দামও বাড়তে থাকে হু হু করে। শোনাতে অবিশ্বাস্য লাগলেও সত্যি যে, একটি ভালো ডোমেইন নেইম আপনার ব্যবসার/উদ্যোগের “ভ্যালুয়েশন” বাড়িয়ে দিতে পারে অনেকখানি।

২। ভালো ডোমেইন, ভালো ব্র্যান্ডিং

ডোমেইন নেইম আপনার প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং এর অংশ। তাই সহজ, ছোট এবং অর্থপূর্ণ ডোমেইন নেইম বেছে নেয়াটা গুরত্বপূর্ণ। লক্ষ্য করলে দেখবেন বড় বড় ব্র্যান্ডগুলো সহজ, ছোট এবং অর্থপূর্ণ ডোমেইন নেইম বেছে নেয়। অনেক ক্ষেত্রে যদি প্রতিষ্ঠানের নাম বড় হয় সেক্ষেত্রে প্রতিষ্ঠানের নামের ছোট সংস্করণ ব্যবহার করা যেতে পারে বা অন্যকোনো পদ্ধতিতে চেষ্টা করা উচিত যাতে ডোমেইন নেইম যতটা সম্ভব ছোট হয়ে আসে।

অনেকে আছেন .com এক্সটেনশনটি বাদে অন্য কোনো ধরণের ডোমেইন নেইম পছন্দ করেন না। কিন্তু এটা না করে সহজ, ছোট ও অর্থপূর্ণ ডোমেইন বেছে নেয়া উচিত, যদিও সেটা .com না হয়ে আপনার ব্যবসার সাথে সামঞ্জস্যপূর্ণ অন্য কিছুও হয়। আমি ঢাকাতে একটি স্কুল দেখেছি যাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে “Manchester School of English”। অবাক হয়েছি ওনাদের স্কুলের ওয়েবসাইটের ঠিকানা দেখে। এ স্কুলটির ওয়েবসাইট ঠিকানা হচ্ছে “www.manchesterschoolofenglish.com”। এ ডোমেইন নেইমটি লেখা বেশ কষ্টকর এবং মনে রাখাও ঝামেলার মনে হতে পারে অনেকের কাছে। আমি কখনো এত বড় ডোমেইন নেইমের ওয়েবসাইট দেখিনি। যাই হোক, আমি আশা করবো আপনাদের নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য আপনারা ছোট, সহজ আর অর্থপূর্ণ কোনো ডোমেইন নেইম বেছে নেবেন।

৩। সহজ ডোমেইন মনে রাখা সহজ

মনে রাখবেন যে, আপনার ওয়েবসাইটে সবচেয়ে বেশি ভিজিট করবে আপনার গ্রাহকরা তাই আপনার গ্রাহকদের কথা চিন্তা করেই যে কোনো মানুষের জন্য মনে রাখা সহজ হয় এমন ডোমেইন বেছে নেয়া ভালো। 

আমি একটু আগে যে স্কুলের ডোমেইনের কথা উল্লেখ করেছি সেটা মানুষের জন্য সঠিকভাবে মনে রাখা বেশ কষ্টকর কারণ সেখানে “Manchester” এর মতো একটি বড়ো এবং কঠিন ইংরেজী শব্দ রয়েছে, যেটা অধিকাংশ মানুষ ভুল বানান লেখবে এমন সম্ভাবনা আছে। যেমন ঐ স্কুলটি যদি এমন ডোমেইন বেছে নিতো যে “www.mse.com” বা “www.mse.school” তাহলে যে কারো মনে রাখা সহজ হতো।

৪। সার্চ ইঞ্জিন ভালো ডোমেইনকে পছন্দ করে

Google সহ অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো ঐ ধরণের ডোমেইনগুলোকে তাদের সার্চ রেজাল্টের উপরের দিকে রাখে যেগুলো সহজ, ছোট ও অর্থবোধক। অধিকাংশ ক্ষেত্রেই নতুন গ্রাহকরা কিন্তু আপনার প্রতিষ্ঠানের নাম জেনে আপনার ওয়েবসাইটে আসবে না। Google বা অন্য কোনো সার্চ ইঞ্জিনের মাধ্যমে খুঁজে পাবে আপনাকে। তাই চেষ্টা করা উচিত এমন ডোমেইন নেইম বেছে নেয়া যেটা সার্চ ইঞ্জিনগুলো পছন্দ করবে। ভালো ডোমেইনের ক্ষেত্রে পরবর্তীতে SEO করা তুলনামূলক অনেক সহজ হয়ে যায়।

আশা করি, আপনাদের বোঝাতে পেরেছি যে কেন একটি ভালো ডোমেইন বেছে নেয়া প্রয়োজন। পরবর্তীতে এ বিষয়ে আরো খুঁটিনাটি দিক নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো, সে পর্যন্ত ভালো থাকবেন। আর অনুরোধ থাকলো, ভালো লাগলে এ লেখা অন্যান্যদের সাথে শেয়ার করতে যাতে তারাও উপকৃত হয়। 

শুভকামনা সবাইকে। ধন্যবাদ।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *