৭০০০ টাকারও কমে ঘরে আনুন ওয়াশিং মেশিন !!!
কাপড় ধোয়া একটা নিত্য প্রয়োজনীয় ব্যাপার তাই এই কাপড় নিয়মিত ধুতে গিয়ে প্রতিনিয়ত বেশ ঝক্কি-ঝামেলাও পোহাতে হয় আমাদের। এত কষ্ট হলেও আমরা অনেকেই খুব সহজে একটি ওয়াশিং মেশিন কেনার কথা ভাবতে পারি না, দামের কারণে। কিন্তু আমরা অনেকেই জানি না, প্রযুক্তিগত উন্নয়নের কারণে ওয়াশিং মেশিনের দামেও এসেছে অনেক পার্থক্য। শুধুমাত্র কাপড় ধুতে পারে এমন একটি ওয়াশিং মেশিনের দাম এখন অনেকেরই নাগালের মধ্যে চলে এসেছে। সিঙ্গার বাংলাদেশের এমন একটি ওয়াশিং মেশিন নিয়ে আজ কথা বলবো আমরা।
ছোট পরিবার কিংবা যারা একা থাকেন সে ধরণের ব্যক্তিদের জন্য খুবই মানানসই একটি ওয়াশিং মেশিন এটি। সিঙ্গারের ৬ কেজি ধারণক্ষমতার ম্যানুয়াল এ মেশিনটির মডেল হচ্ছে STS-602CDA। এ মেশিনটিতে ড্রাই ওয়াশ করতে হবে এমন ছাড়া অন্য যেকোন ধরনের কাপড়ই আপনি ধুতে পারবেন। মেশিনটির বডি প্লাস্টিকের তৈরি এবং ঢাকনাটিও বেশ শক্ত প্লাস্টিক দিয়ে তৈরি। উপরের ঢাকনাটি নীল রঙয়ের এবং কিছুটা স্বচ্ছ হওয়ায় দেখতে বেশ সুন্দর লাগে। এ রকম ঢাকনার কারণে কাপড় ধোয়ার সময়ও আপনি মেশিনটির ভেতরে দেখতে পারবেন। ঢাকনার উপরের দিকে রয়েছে ২টি নব, যার ১ম টির মাধ্যমে আপনি কতক্ষণ ধরে কাপড় ধুতে চান সেটি নির্দিষ্ট করে দিতে পারেন। আর ২য় নবটির মাধ্যমে আপনি মেশিন থেকে পানি বের হয়ে যাওয়া নিয়ন্ত্রণ করতে পারবেন।
মাত্র ৬ কেজি হবার কারণে মেশিনটি আকারেও বেশ ছোট। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতায় যথাক্রমে ১৮, ১৬ এবং ৩২ ইঞ্চি হওয়ায় ছোট বাসাতেও আপনি সহজেই মেশিনটির জন্য জায়গা বের করতে পারেন। আকারে ছোট ও প্লাস্টিক ম্যাটেরিয়ালে তৈরি বলে ওজনেও বেশ কম, মাত্র ১১ কেজি ওজনের এ মেশিনটি আপনি সহজেই ঘরের এক স্থান থেকে অন্য স্থানে নিতে পারেন সুবিধামত অন্য কারো সাহায্য ছাড়াই। মেশিনটির ওয়াশিং পাওয়ার হচ্ছে ৩৮০ ওয়াট। সে হিসেবে ধরে নেয়া যায়, আপনি যদি সাধারণভাবে দিনে ১ বার ১৫-২০ মিনিটের মতো মেশিনটি ব্যবহার করেন তবে, এর মাসিক বিদ্যুৎ বিল আসতে পারে ১০০ টাকার মত। যদিও এটি একটি ধারণা মাত্র, অনেক কিছুর উপর বিদ্যুৎ বিল বাড়তে বা কমতে পারে। মেশিনটির মোটরের Rotation Per Minute (RPM) ১৩২০ হওয়ায় কাপড়ও দ্রুত পরিস্কার হবে বলে আশা করা যায়। এর পাশাপাশি ওয়াশিং মেশিনটির সাথে পাচ্ছেন ৫ বছরের ওয়ারেন্টি মটর এবং ১ বছরের ফুল ওয়ারেন্টি। তাই পণ্যটির গুণগতমান এবং বিক্রয়োত্তর সেবা নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন।
সিঙ্গারের ওয়েবসাইটে মেশিনটির দাম সাধারণ মূল্য ৯,৬৫০ টাকা দেয়া আছে এবং এ মূহুর্তে ডিসকাউন্টে ৬,৬৫০ টাকায় কিনতে পারেন। তবে যেখান থেকেই আপনি কিনুন না কেন, আপনার ওয়ারেন্টি কার্ডটি বুঝে নিতে ভুলবেন না।
ওয়াশিং মেশিনটির কিছু সুবিধা-অসুবিধা এক নজরে তুলে ধরা হলো এখানে :
সুবিধা
১। আকারে বেশ ছোট হওয়ায় যে কোন ছোট পরিসরেও সহজেই মানিয়ে যায়।
২। ওজন কম হওয়ায় স্থান পরিবর্তন করা সহজ।
৩। দাম তুলনামূলকভাবে খুবই কম।
৪। লম্বা ওয়ারেন্টি পিরিয়ড।
অসুবিধা
১। বড় পরিবারের জন্য নয়।
২। ম্যানুয়াল হবার কারণে কাপড় ধোয়ার সময় আলাদাভাবে নজর রাখতে হবে।
৩। পানি ঝরানোর কোন সুবিধা না থাকার কারণে, আলাদাভাবে পানি ঝরাতে হবে।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন
প্রশ্ন ১ : কোন ধরণের কাপড় ধোয়া যাবে?
উত্তর : ড্রাই ওয়াশ করতে হবে এমন কাপড় ছাড়া সব ধরণের কাপড়ই মেশিনটি দিয়ে ধুতে পারবেন।
প্রশ্ন ২ : কতগুলো কাপড় একসাথে দেয়া যাবে?
উত্তর : আপনি যত ইচ্ছা কাপড় দিতে পারেন, কিন্তু অবশ্যই খেয়াল রাখতে যেহেতু মেশিনটির সর্বোচ্চ ধারণক্ষমতা ৬ কেজি তাই কাপড়গুলোর সর্বমোট ওজন যেন কোনভাবেই ৬ কেজির বেশি না হয়। বরং ৬ কেজির কিছুটা কম দেয়া সবচেয়ে ভালো।
প্রশ্ন ৩ : এত কম দাম, ভালো হবে কি?
উত্তর : প্রকৃতপক্ষে মেশিনটির দাম কম তার অন্যতম কারণ এটি আকারে ছোট এবং ম্যানুয়াল। সিঙ্গারের মত একটি ব্র্যান্ড অবশ্যই ন্যুনতম মান বজায় রেখেই বাজারে পণ্যটি এনেছে সে আশা করাই যায়। আর সাথে আছে ৫ বছরের ওয়ারেন্টি তাই আপনি এ বিষয়টি নিয়ে নিশ্চিন্ত থাকতেই পারেন।
প্রশ্ন ৪ : পানির পাইপ কি মেশিনের সাথে থাকবে?
উত্তর : হ্যা । মেশিনটির সাথে প্রায় ২ ফিট লম্বা একটি পানির পাইপ দেয়া থাকবে।
প্রশ্ন ৫ : মেশিনটি কি নির্দিষ্ট একস্থানেই রাখতে হবে, নাকি আমি প্রয়োজন অনুযায়ী স্থান পরিবর্তন করতে পারবো?
উত্তর : যেহেতু এটা খুব ছোট একটি মেশিন তাই আপনি সাধারণ অন্যান্য ওয়াশিং মেশিনের মতো আলাদা করে পানির ও বিদ্যুতের লাইন করা ছাড়াও এটি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি সহজেই মেশিনটির স্থান পরিবর্তন করতেও পারেন।
আশা করি মজার এবং আকর্ষনীয় এ ওয়াশিং মেশিনটি আপনাদের কাজে লাগবে। মেশিনটি অথবা এ লেখা সম্পর্কে আপনাদের মতামত, পরামর্শ এবং অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো।
আমার লাগবে একটী
সিঙ্গারের অনলাইন শপে এখন পণ্যটির স্টক শেষ দেখাচ্ছে। আপনি তবুও ওদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন https://singerbd.com/washing-machine-singer-6-0kg-top-loading.html। এছাড়া আপনি সিঙ্গারের নিকটস্থ দোকানে যোগাযোগ করে দেখতে পারেন। 🙂
মেশিনটি কি সিলেটে ডেলিভারি দেয়া যাবে
সিঙ্গার বাংলাদেশ অনলাইন অর্ডারে সারা বাংলাদেশে ডেলিভারী করে থাকে। আপনি ওদের ওয়েবসাইট (www.singerbd.com) অথবা অফিসিয়াল ফেসবুক পেইজে অর্ডার করুন, আশা করি ডেলিভারী পেয়ে যাবেন।