ওয়াশিং মেশিন কিভাবে ব্যবহার করবেন ? ৫টি সহজ টিপস।

বর্তমান প্রযুক্তিগুলো এসেছেই মানুষের জীবন সহজ করার জন্য । আর ওয়াশিং মেশিন এর মধ্যে অন্যতম । কাপড় চোপড় ধোয়া বড়ই ঝঞ্ঝাটের কাজ । আর বেশিরভাগ সময়ই আমরা জানি না কোন কাপড় কিভাবে ধুতে হবে, এতে অনেক ক্ষেত্রেই কাপড় নষ্ট হওয়ার একটা ঝুঁকি থেকে যায় । দামি এবং শখের কাপড়গুলো শুধু ঠিকমতো কিভাবে ধুতে হয় এটা অজানা থাকার কারনে নষ্ট হয়ে যায়, যেটা খুবই কষ্টদায়ক ।

আপনি যদি ওয়াশিং মেশিন ব্যবহারে নতুন হয়ে থাকেন অথবা প্রথমবারের মতো ওয়াশিং মেশিন এ কাপড় দেওয়ার অবস্থায় থেকে থাকেন , তবে চিন্তার কোন কারন নেই ।  খুব সহজেই আপনি জেনে নিতে পারেন কিভাবে ওয়াশিং মেশিন চালাতে হয়, জেনে নিতে পারেন কোন ডিটারজেন্ট কোন গার্মেন্ট এর জন্য ভালো এবং কাপড় থেকে রং উঠে যাওয়া থেকে আর সাদা কাপড়গুলোর রং বজায় রাখতে পারেন ।

১ । ওয়াশিং পদ্ধতি অনুযায়ী কাপড়ের ট্যাগ গুলো দেখে নিতে হবে । বেশিরভাগ কাপড়ই মেশিনে ধোয়ার মতো । তারপরও কাপড়ের ট্যাগ দেখে নিশ্চিত হয়ে নেওয়া ভাল । কিছু কাপড় আছে যা গরম পানি বা হালকা গরম পানি দিয়ে ধোয়ার সময় সঙ্কুচিত হয়ে যায় (খেপে যায়) । আবার কিছু কাপড়ে ব্লিচ ব্যবহারে সমস্যা হয় না, কোন কোনটাতে হয় । কিছু কাপড় আবার মেশিনে ধোয়া যায় না, যেমন: কিছু নির্দিষ্ট সিল্ক বা ঐ ধরনের কাপড়গুলো । সুতরাং সবসময় কাপড়ের লেবেল দেখে নিবেন ।

  • প্রথমেই যে কাপড়গুলোতে লেখা “hand wash only” অথবা “dry clean only” সে কাপড়গুলো আলাদা করবেন ।
  • বেশিরভাগ রেডিমেড কামিজ অথবা শার্টের পেছনে গলার কাছে “clothing care” লেবেল দেওয়া থাকে । শাড়ী বা পিস কাপড় কেনার সময় বিক্রেতার কাছ থেকে অবশ্যই জেনে নিবেন সেই কাপড়টি সম্পর্কে । প্যান্টের ক্ষেত্রে ও পেছনে দেওয়া থাকে ।

২ । রং এর ধরন অনুযায়ী কাপড় আলাদা করতে হবে । রঙিন কাপড়গুলো মূলত যেসব কাপড় নতুন, সেগুলো সাধারনত ধোয়ার সময় রং চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে । এক কাপড়ের রং অনেকসময় অন্য কাপড়ে লেগে যায় , আবার সুতার কাজ করা জামাগুলোতে সুতার রং একই কাপড়ের বিভিন্ন পাশে লেগে যায় । সবচেয়ে ভাল হয় যদি হালকা রঙ আর গাঢ় রঙের কাপড়গুলোকে আলাদা করে ধোয়ার জন্য দিতে পারেন । আপনি চাইলে নির্দিষ্ট রঙ অনুযায়ীও কাপড়গুলোকে আলাদা করতে পারেন ।

  • গাঢ় রঙ বলতে যেমন গাঢ় কালো, গাঢ় সবুজ, গাঢ় লাল, ছাই বর্নের ইত্যাদি ।
  • হালকা রঙ বলতে যেমন সাদা, গোলাপী, হলুদ, হালকা নীল, হালকা সবুজ ইত্যাদি ।
  • জিন্সের কাপড়গুলো রঙ উঠার সম্ভাবনা থাকে সুতরাং এগুলো অবশ্যই আলাদাভাবে দিলে ভাল হয় ।
ওয়াশিং-মেশিনের-ব্যবহার-সহজ-টিপস

৩ । ওজন অনুযায়ী কাপড় আলাদা করতে হবে । আপনি আপনার হালকা কাপড়গুলোকে ভারী কাপড়গুলো থেকে আলাদা করে মেশিনে দিতে পারেন, এতে কাপড়গুলোর ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে যায । মেশিন সাধারনত কাপড়গুলোকে এপাশ ওপাশ ঘুরিয়ে পরিষ্কার করে থাকে । সেক্ষেত্রে ভারী কাপড়গুলোকে ঘুরাতে বেশি চাপ প্রয়োগ করতে হয়, আর হালকা কাপড়গুলোতে কম । হালকা এবং ভারী কাপড়গুলোকে একসাথে দিলে যা হয় তা হচ্ছে, ভারী কাপড়গুলোকে ঘুরাতে গিয়ে যে অতিরিক্ত চাপ প্রয়োগ করা হয়, সেই চাপে হালকা কাপড়গুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে । তাই সাধারনত হালকা কাপড়গুলো মেশিনে একসাথে দিলে সেটার যে সেটিংস আর তাপমাত্রা থাকে তা সম্পূর্ণ বিপরীত থাকে যখন ভারী কাপড়গুলোকে মেশিনে দেওয়া হয় ।

  • হালকা কাপড় বলতে অন্তর্বাস, ধোয়া যায় এমন সিল্ক , পাতলা ওড়না ইত্যাদি ধরনের কাপড়গুলো অবশ্যই আলাদা ধুতে হবে ।
  • ভারী কাপড় বলতে সুতির কাপড়গুলো, তয়লা, জ্যাকেট, সোয়েটার ইত্যাদি ।
  • আপনি যদি এভাবে আলাদা করে কাপড় ধুতে দেন তাহলে আপনার বিদ্যুৎ এবং টাকা দুটোর অপচয় থেকেই নিজেকে দূরে রাখতে পারবেেন ।

৪ । নরম অথবা পাতলা ধরনের কাপড়গুলোকে ম্যাশ ওয়াশ ব্যাগের (mesh wash bag) মাধ্যমে ধোয়া । এধরনের কাপড়গুলো যদি আলাদাভাবে ওয়াশিং মেশিনে না দিয়ে ম্যাশ ওয়াশ ব্যাগে দিয়ে ধুতে দিন তবে কাপড়গুলো ছেঁড়া বা নষ্ট হওয়া থেকে সুরক্ষা পাবে । ম্যাশ ওয়াশ ব্যাগগুলো বিভিন্ন ধরনের সাইজের হতে পারে , তবে সাধারনত এই ব্যাগগুলোতে ১ টা – ২টা বা খুব অল্প কাপড় দেওয়া যেতে পারে । এভাবে এই কাপড়গুলোকে সাধারন কাপড়গুলোর সাথে সহজেই ধোয়া যেতে পারে ।

  • ম্যাশ ওয়াশ ব্যাগ কিন্তু কাপড়ের রং ঝড়া থেকে কাপড়কে রক্ষা করে  না ।  সুতরাং অবশ্যই  এধরনের কাপড়গুলোকে কাছাকাছি ধরনের রঙের কাপড়ের সাথে ধোয়ার বিষয়টা নিশ্চিত করবেন । তবে বেশিরভাগ ক্ষেত্রে কাপড় থেকে রং ঝড়ে যায় না, তারপরও এধরনের কাপড়গুলোকে হালকা রঙের কাপড়ের সাথে ধোয়াটাই উচিত হবে ।

৫ । দাগযুক্ত কাপড়গুলোকে আলাদা করে ধুতে দেওয়া উচিত । এমন কিছু দাগ আছে যেগুলো কাপড়ের গভীরে বসে যায় । সেধরনের দাগযুক্ত কাপড়গুলোকে ধুতে দেওয়ার আগে আলাদাভাবে যত্ন নিতে হবে । এর মধ্যে যে দাগগুলো আছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তেলজাতীয়  দাগ ।

  • অবশ্যই এধরনের দাগযুক্ত কাপড়গুলোকে দাগ উঠানোর আগে মেশিনে দেওয়া থেকে বিরত থাকবেন । কিন্তু যদি তার আগেই মেশিনে দিয়ে দেন তাহলে মেশিনের গরম তাপমাত্রার কারনে দাগগুলো কাপড়ে একদম বসে যায়, পরবর্তীতে সেই দাগ উঠানো কঠিন হয়ে যায় ।

আশা করছি, উপরের সাধারণ টিপসগুলো আপনাকে সাহায্য করবে, আরো দক্ষভাবে আপনার প্রিয় ওয়াশিং মেশিনটি ব্যবহার করতে। প্রযুক্তি সঠিক ব্যবহারে আপনার প্রতিদিনের জীবন হয়ে উঠুক সহজ, এই কামনায় শেষ করছি আজ। ভালো থাকুন।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *