BTU কি? কেন এসি কেনার আগে BTU লক্ষ্য করা উচিত?

আমাদের দেশে এসির ব্যবহার আগে তুলনামূলক কম থাকলেও এখন দিন দিন ব্যবহার বাড়ছে। একদিনে যেমন এসির দাম কমছে, তেমনি অন্যদিকে দেশের সকলের ক্রয়ক্ষমতাও বাড়ছে। সবমিলিয়ে এসি এখন আমাদের বাসা-বাড়ি এবং অফিস-আদালতের জন্য অবশ্য প্রয়োজনীয় হয়ে দাড়িয়েছে। কিন্তু কেনার আগে কিছু বিষয়ে লক্ষ্য রেখে না কিনলে আপনার প্রয়োজন না মিটে বরং বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে।

এখনকার এসিগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন : স্প্লীট, উইন্ডো, ক্যাসেট ইত্যাদি। আকারের উপর ভিত্তি করে এসির BTU কম বেশি হয়ে থাকে। চলুন দেখে নেয়া যাক কত BTU এর এসি আপনার প্রয়োজন।

১। বিটিইউ (BTU) আউটপুট : British Thermal Unit (BTU) হচ্ছে তাপমাত্রা মাপার একক। আপনি যে ঘরে এসিটি ব্যবহার করবেন তার আকারের উপর নির্ভর করে বেশি বা কম BTU এর এসি বেছে নেয়া উচিত। আপনার প্রয়োজন অনুযায়ী BTU মাপতে এই ছোট টুলটি ব্যবহার করতে পারেন। প্রাথমিকভাবে ধারণা পেতে নিচের চার্ট/ টেবিলটিতেও চোখ বুলিয়ে নিতে পারেন।

ঘরের আকারের উপর নির্ভর করে BTU এর তালিকা

ঘরের আকারপ্রয়োজনীয় BTUঘরের আকারপ্রয়োজনীয় BTU
১৫০ বর্গফুট৫,০০০ BTU’s৭০০ বর্গফুট১৪,০০০ BTU’s
২৫০ বর্গফুট৬,০০০ BTU’s১,০০০ বর্গফুট১৮,০০০ BTU’s
৩০০ বর্গফুট৭,০০০ BTU’s১,২০০ বর্গফুট২১,০০০ BTU’s
৩৫০ বর্গফুট৮,০০০ BTU’s১,৪০০ বর্গফুট২৩,০০০ BTU’s
৪০০ বর্গফুট৯,০০০ BTU’s১,৬০০ বর্গফুট২৫,০০০ BTU’s
৪৫০ বর্গফুট১০,০০০ BTU’s১,৯০০ বর্গফুট২৮,০০০ BTU’s
৫৫০ বর্গফুট১২,০০০ BTU’s২,৭০০ বর্গফুট৩৬,০০০ BTU’s

আশা করি যে, আপনারা উপরের এই টেবিল এবং টুলটি ব্যবহার করে আপনার প্রয়োজনীয় এসিটি কিনতে পারবেন। আর আপনার পরামর্শ এবং অভিজ্ঞতা আমাদের জানাতে ভুলবেন না।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *