পাসওয়ার্ড মনে রাখার সহজ সমাধান
অনলাইনে কাজ করতে গেলে আমাদের অনেক অনেক অ্যাকাউন্ট তৈরি করতে হয় বিভিন্ন সেবা পাবার জন্য, যেমন : ই-মেইল অ্যাকাউন্ট, স্যোসাল মিডিয়া অ্যাকাউন্ট ইত্যাদি। ব্যাংক অ্যাকাউন্টের মতো স্পর্শকাতর না হলেও অনলাইনের এ অ্যাকাউন্টগুলোও কিন্তু বেশ গুরত্বপূর্ণ। আমরা প্রায় সবাই ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে অত্যন্ত সতর্ক থাকলেও এ অনলাইন অ্যাকাউন্ট নিয়ে খুব একটা সতর্ক থাকি না। কিন্তু এসব নিয়ে সতর্ক না থাকলে বিভিন্নভাবে ক্ষতির সম্ভাবনা থাকে।
দেখা যায়, আমরা প্রায় সবাই এসব অ্যাকাউন্ট নিয়ে শুরুতেই যে সমস্যায় পড়ি সেটা হচ্ছে পাসওয়ার্ড। এত এত অ্যাকাউন্টের এত এত পাসওয়ার্ড মনে রাখা কি আসলেই সম্ভব? এতসব পাসওয়ার্ড সঠিকভাবে সবসময় মনে রাখা আসলেই প্রায় অসম্ভব ব্যাপার। এ সমস্যা থেকে বাঁচার জন্য আমরা সাধারণত যে কাজটি করি সেটা সেটা হচ্ছে, আমাদের নিজস্ব কিছু বিষয় যেমন : জন্মদিন, কোন বিশেষ দিন এ ধরণের আরো কিছু তথ্য দিয়ে আমাদের পাসওয়ার্ড বানাই। আর সেই একই পাসওয়ার্ড আমাদের সব অনলাইন অ্যাকাউন্টে ব্যবহার করি। যেটি একটি ভয়ানক বিষয়!
এ সমস্যা থেকে মুক্তি পাবার একটি সহজ উপায় আছে। বিনামূল্যের কিছু পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ্লিকেশন ব্যবহার করেই আপনি সহজেই মনে রাখতে পারেন আপনার শত শত অ্যাকাউন্টের পাসওয়ার্ড! আমরা প্রথমেই জেনে নেয়ার চেষ্টা করবো কিভাবে এ পাসওয়ার্ড ম্যানেজারগুলো ব্যবহার করতে পারি। এরপর আমরা ৩টি পাসওয়ার্ড ম্যানেজার নিয়ে বিস্তারিত তুলে ধরবো।
সবগুলো পাসওয়ার্ড ম্যানেজার প্রায় একইভাবে কাজ করে। আপনার ফায়ারফক্স বা গুগল ক্রোম ওয়েব ব্রাউজারে একটি ছোট্ট অ্যাড-অন বা এক্সটেনশন ইন্সটল করেই ব্যবহার শুরু করতে পারেন। এ অ্যাড-অনটি ইন্সটল করার পর আপনার একটি ফ্রি অ্যাকাউন্ট খুলতে হবে। লক্ষ্যনীয় যে, এই পাসওয়ার্ড ম্যানেজারের অ্যাকাউন্টের বিস্তারিত (ইমেইল আর পাসওয়ার্ড) মনে রাখা অত্যন্ত গুরত্বপূর্ণ। এই অ্যাকাউন্টের বিস্তারিত মনে রাখার পর আর কোন পাসওয়ার্ড আপনার মনে না রাখলেও হবে! কারণ এই অ্যাপ্লিকেশনটিই আপনার অন্যান্য সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ করে রাখবে। আপনি পাসওয়ার্ড ম্যানেজারে অ্যাকাউন্ট খুলে লগইন করার পর, যে কোন ওয়েবসাইটে লগইন করার সাথে সাথে অ্যাড-অনটি আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি ঐ ওয়েবসাইটের লগইনের বিস্তারিত ( পাসওয়ার্ড, ইউজারনেম ইত্যাদি) পাসওয়ার্ড ম্যানেজারে সেভ করতে চান কিনা? আপনি “সেভ” বাটনে ক্লিক করলেই ঐ নির্দিষ্ট ওয়েবসাইটের বিস্তারিত সেভ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি আবার ঐ ওয়েবসাইটে ঢুকতে গেলেই অ্যাপ্লিকেশনটি স্বয়ংক্রিয়ভাবে লগইনের বিস্তারিত পূরণ করে দেবে, আপনার শুধু লগইন বাটনে ক্লিক করতে হবে!
১। বিটওয়ার্ডেন পাসওয়ার্ড ম্যানেজার (Bitwarden Password Manager):
পাসওয়ার্ড ম্যানেজারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বিটওয়ার্ডেন পাসওয়ার্ড ম্যানেজার। এটি ওপেন সোর্স হওয়ায় এর নিরাপত্তাও অন্যদের তুলনায় ভালো। এর অন্যতম ভালো একটি দিক হচ্ছে আপনি ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা ইন্টারনেট ব্রাউজার ছাড়াও আরো ৫ ব্রাউজারে এই পাসওয়ার্ড ম্যানেজারটি ব্যবহার করতে পারেন। রয়েছে অ্যান্ড্রয়েড ও আইফোন অ্যাপ। এছাড়াও আপনি উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক অপারেটিং সিস্টেমেও ইন্সটল করে সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন।
এটি বিনামূল্যে ব্যবহার করতে পারেন আজীবন, যত খুশি পাসওয়ার্ড আর ডিভাইস আপনি চান। আরো বেশ কিছু আকর্ষনীয় সুবিধা নিতে পারেন বছরে মাত্র ১০ ডলার বা ৮৫০ টাকার বিনিময়ে। এর সাথে রয়েছে খুবই ভালো একটি পাসওয়ার্ড জেনারেটর, যা দিয়ে অনেক কঠিন এবং তুলনামূলক নিরাপদ পাসওয়ার্ড তৈরি করতে পারেন নিমিষেই। এ সুবিধাগুলোর কারণেই সবগুলোর প্রথমে এ অ্যাপটিকে আমি রেখেছি। অ্যাপটি ব্যবহার করতে চাইলে ঘুরে আসতে পারেন বিটওয়ার্ডেন এর ওয়েবসাইট থেকে।
২। লাস্টপাস (Lastpass):
লাস্টপাস হচ্ছে পাসওয়ার্ড ম্যানেজারগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়। লাস্টপাস ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী এর ব্যক্তিগত ব্যবহারকারীর সংখ্যা ১কোটি ৭০ লাখের উপরে। ফায়ারফক্স, গুগল ক্রোমসহ মূল ব্রাউজারগুলোতে অ্যাড-অন হিসেবে আপনি লাস্টপাস ব্যবহার করতে পারেন। ব্যবহার করতে পারেন অ্যান্ড্রয়েড ও আইফোন অ্যাপ হিসেবে।
বিটওয়ার্ডেনের মতো এটিও ব্যবহার করতে পারেন বিনামূল্যে। অসংখ্য পাসওয়ার্ড আর ডিভাইস ব্যবহার করতে পারেন, যার জন্য কোনো অর্থ খরচ হবে না। সাথে রয়েছে পাসওয়ার্ড জেনারেটর। তবে আরো অতিরিক্ত কিছু সুবিধা ব্যবহার করতে চাইলে বছরে খরচ করতে হবে ৩৬ ডলার বা ৩১০০ টাকা। বিটওয়ার্ডেনের চেয়ে এর খরচ অনেকটুকু বেশি কিন্তু উল্লেখযোগ্য কোন সুবিধা বেশি নেই লাস্টপাসে। লাস্টপাসের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন আরো বিস্তারিত।
৩। ড্যাসলেইন (Dashlane):
আজকের লেখার ৩টি পাসওয়ার্ড ম্যানেজারের মধ্যে ড্যাসলেইন সবচেয়ে পুরোনো। এরও রয়েছে ১কোটি ৪০ লাখের বেশি ব্যক্তিগত ব্যবহারকারী এবং ১৮,০০০ বেশি ব্যবসা প্রতিষ্ঠান। এর আগের ২টি ম্যানেজারের মতই এর ব্যবহারের ধরণ। ড্যাসলেইন অ্যাপটি বেশ সহজ এবং সুন্দর বলে গ্রাহকদের কাছে এর গ্রহনযোগ্যতা তুলনামূলকভাবে বেশি। এটি হচ্ছে যুক্তরাস্ট্রে প্যাটেন্ট করা একমাত্র পাসওয়ার্ড ম্যানেজার।
এই পাসওয়ার্ড ম্যানেজারটি আপনি ব্যক্তিগতভাবে বিনামূল্যে ব্যবহার করতে পারেন, কিন্তু সীমাবদ্ধতা আগের ২টি পাসওয়ার্ড ম্যানেজারের তুলনায় অনেক বেশি। আপনি ড্যাসলেইনে বিনামূল্যের প্যাকেজে মাত্র ৫০টি এবং ১টি ডিভাইসে ব্যবহার করতে পারবেন, যেখানে অন্যরা আপনাকে বিনামূল্যে সীমাহীন পাসওয়ার্ড ও ডিভাইস ব্যবহার করার সুবিধা দেয়। এতে সীমাহীন পাসওয়ার্ড আর ডিভাইস ব্যবহার করতে চাইলে আপনাকে বছরে ব্যয় করতে হবে প্রায় ৬০ ডলার বা ৫১০০ টাকা।
বিভিন্ন দিক বিবেচনা করে আমার ব্যক্তিগত পছন্দ হচ্ছে বিটওয়ার্ডেন (Bitwarden)। তবে এ কথা নিশ্চিতভাবেই বলা যায়, উপরের যে কোনটিই আপনার পাসওয়ার্ড মনে রাখার কঠিন সমস্যা থেকে মুক্তি দিতে পারে চিরতরে। আশা করি এই লেখাটি আপনার প্রতিদিনের কাজকে সহজ করে তুলবে অনেকটুকু।
আপনাদের এ লেখাটি কাজে আসলে আমাদেরকে জানাবার অনুরোধ থাকলো, যাতে আমরা অনুপ্রাণিত হয়ে এ ধরণের আরো লেখা আপনাদের জন্য নিয়ে আসতে পারি।