আমরা আসছি, আপনি তৈরী তো?

আমরা বাংলাদেশীরা প্রচুর কেনাকাটা করি। দিন দিন বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির সাথে সাথে আমাদের কেনাকাটার সামর্থ্যও বাড়ছে পাল্লা দিয়ে। কিন্তু কোথায় গেলে কোন জিনিসটা ভালো পাওয়া যাবে, কোথায় কোন ডিসকাউন্ট চলছে, কিছু কিনতে গেলে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে এগুলো বিষয়ে আমরা প্রায়ই দ্বিধাগ্রস্ত থাকি। বাধ্য হয়ে বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীদের সাহায্য নিতে হয়। তখন অবস্থা হয় অনেকটা “অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট” -এর মত অবস্থা। আর দোকানদারদের কাছে জিজ্ঞেস করলে তো আর কথাই নেই, সবার কাছেই তাদের নিজেদের পণ্যটাই ভালো বাকি সব “খারাপ”। কিন্তু যদি এমন হয় কেউ একজন আপনার বিস্বস্ত বন্ধুর মত আপনার পাশে থাকবে, আপনার প্রয়োজনীয় জিনিসের ব্যাপারে প্রয়োজনীয় তথ্যটি আপনাকে দেবে, তাহলে কেমন হয়!!! আমরা “ব্লু  কাইট” নিয়ে আপনাদের পাশে থাকবো এ প্রয়োজনে। সাথে থাকুন চমকে যেতে 🙂

স্বাগত সবাইকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *