এসি কেনার আগের কিছু প্রস্তুতি
আমরা বাসা বা অফিসে এসি কিনি ঠান্ডা থাকার জন্য, কিন্তু এত এত ব্র্যান্ড আর অপশন দেখে মাথা উল্টো গরম হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু না। বরং আমার এমন অভিজ্ঞতা হয়েছে যে, না বুঝে বড় ঘরের জন্য ছোট এসি কিংবা ছোট ঘরের জন্য বড় এসি কিনে গরমে অতিষ্ঠ কিংবা ঠান্ডায় কাঁপতে থাকার মত অভিজ্ঞতাও হয়েছে। অথচ এসি কেনার আগে ছোট কিছু বিষয় লক্ষ্য রাখলেই এমন বাজে অবস্থায় পড়তে হয় না। চলুন দেখা নেয়া যাক কি কি বিষয় লক্ষ্য রাখা উচিত।
শব্দের দিকে লক্ষ্য রাখুন
আপনি যখন এসি কিনবেন তখন জেনে নিন ঐ এসিটির ফ্যানের শব্দের পরিমান কেমন। ভালো এসিগুলোতে ফ্যানের শব্দ প্রায় শোনাই যায় না। কিছু নিম্নমানের এসি রয়েছে যেগুলোতে ফ্যানের শব্দ বেশ জোরে হয়, যা কিনা বিরক্তির কারণ হয়ে দাড়াতে পারে।
জানালার অবস্থানের দিকে লক্ষ্য রাখুন
উইন্ডো এসিগুলো নির্দিষ্ট একদিকে বাতাস দেয়, তাই আপনি যদি উইন্ডো এসি কেনেন সেক্ষেত্রে লক্ষ্য রাখুন যে আপনার ঘরের জানালার অবস্থান মাঝামাঝি কিনা। মাঝামাঝি না হলে পুরো ঘর ঠান্ডা হতে একদিকে যেমন সময় বেশি লাগবে, অন্যদিকে ঘরের একদিকে সবসময় ঠান্ডা এবং অন্যদিকে তুলনামূলক গরম অনুভব হবে।
এসি সঠিকভাবে ইন্সটল করুন
আপনার এসিটিকে কোথায় এবং কিভাবে ইন্সটল করছেন সেটা একটি গুরত্বপূর্ণ বিষয়। স্প্লিট এসির ক্ষেত্রে আউটডোর ইউনিট এমন জায়গায় লাগানো উচিত যেখান থেকে সহজে গরম বাতাস বেরিয়ে যেতে পারে। অনেকে আউটডোর ইউনিট বারান্দায় লাগায়, সেক্ষেত্রে বাতাস বেরোনোর জায়গা পর্যাপ্ত থাকে না, যা দীর্ঘ মেয়াদে এসির ক্ষতি করে। সবচেয়ে ভালো হয় ছায়াযুক্ত কিছুটা খোলামেলা কোন স্থানে আউটডোর ইউনিট বসানো।
এসির ফিল্টার সুবিধাজনক জায়গায় রাখুন
এসির ফিল্টারে ময়লা জমে যাওয়া খুব স্বাভাবিক। তাই নিয়মিত ফিল্টার পরিস্কার করা প্রয়োজন। এজন্য এমন জায়গায় এসি লাগানো উচিত যেখানে ফিল্টার পরিস্কার করা সহজ হয়। ফিল্টারের সবসময় পরিস্কার রাখলে আপনার এসির আয়ু বেড়ে যাবে বেশ কিছুটা।
স্মার্ট এসি নেয়ার চেষ্টা করুন
এখন বাজারে বেশ কিছু এসি আছে যেটা আপনার স্মার্টফোনের সাথে যুক্ত থাকে। এতে সুবিধা হচ্ছে যে, আপনি আপনার এসিটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার ফোনের মাধ্যমেই!
ওয়ারেন্টি বুঝে নিন
কিছু এসি বেশ কয়েক বছর ওয়ারেন্টি দেয়। এসি বা এই ধরণের বড় ইলেকট্রনিক্সের ক্ষেত্রে লম্বা ওয়ারেন্টি একটি গুরত্বপূর্ণ বিষয়, তাই এসি কেনার সময় ঐ কোম্পানীর ওয়েবসাইট থেকে জেনে নিন যে তারা কত বছরের ওয়ারেন্টি বা গ্যারান্টি দিচ্ছে। এছাড়া কোন নির্ভরযোগ্য ই-কমার্স সাইট থেকে তুলনা করে দেখে নিতে পারেন কোন এসিটির রিভিউ কেমন এবং কি কি সুযোগ সুবিধা দেয়া হচ্ছে।
আশা করছি উপরের বিষয়গুলো আপনাদের সাহায্য করবে নতুন এসি কেনার সময় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আর এই লেখা নিয়ে আপনাদের পরামর্শ আমাদের জানিয়ে আপনাদের জন্য ভবিষ্যতে আরো ভালো লেখা নিয়ে আসতে সহযোগিতা করার অনুরোধ থাকলো।